Dr. Neem on Daraz
Victory Day

নওগাঁয় মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড


আগামী নিউজ | একে সাজু, নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২১, ০৩:৩৫ পিএম
নওগাঁয় মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

সংগৃহীত

নওগাঁ :   নওগাঁয় মাদকদ্রব্য  রাখার  দায়ে  এক  ব্যক্তির যাবজ্জীবন এবং আরেক ব্যক্তির ১৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ মার্চ) দুপুরে নওগাঁর বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মেহেদী হাসান তালুকদার  এই রায় প্রদান করেছেন। 

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল গ্রামের বাসিন্দা জুয়েল রানা (৩৯) ও একই গ্রামের মিলন আলী (২৯)। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাড. মোঃ আজিজুল হক জানান,  ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর-গাবতলী সড়কের ভাবিচা এলাকায় নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন   জুয়েল   রানা   ও   মিলন   আলী   নামে   দুই   মোটরসাইকেল আরোহীকে আটক  করেন।  তাদের দেহ  তল্লাশী চালিয়ে জুয়েল  রানার নিকট ১০০ গ্রাম হেরোইন ও  মিলন আলীর নিকট থেকে ১৫০ পিসইয়াবা উদ্ধার  করে।  তারা ঐ মাদক  সামগ্রী  অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। 
এরপর  নিয়ামতপুর  থানার  উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ১ (খ) ও ৯(ক) উপধারায় মামলা লিপিবদ্ধ করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় রবিবার দুপুরে নওগাঁর   অতিরিক্ত   দায়রা  জজ  আদালত-১  এর  বিজ্ঞ   বিচারক  মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।

উক্ত রায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জুয়েল রানার নগদ  ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে  আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং  ১৫ বছর কারাদন্ড প্রাপ্ত মিলন আলীর নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। 

আদালতে  রাষ্ট্রপক্ষে  অতিরিক্ত  সরকারী  কৌঁশলী এ্যাড. আজিজুল   হক  ও আসামিদের পক্ষে এ্যাড. শাহরিয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে