Dr. Neem on Daraz
Victory Day

শ্রীপুরে অভিনব কায়দায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২১, ০৩:০২ পিএম
শ্রীপুরে অভিনব কায়দায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন

ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ জেলার শ্রীপুরে খাল দখলের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় লবলং খালের পাশে মানববন্ধন করে প্রতিবাদের আয়োজন করা হয়। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই খালটি শ্রীপুর পৌরসভার বর্জ্য ফেলে পরিবেশ দুষণ ও ভরাট করা হচ্ছে। মানববন্ধন শেষে খালে প্রতিকী নৌকা ভাসানো হয়।

বাংলাদেশ পরিবেশ অন্দোলনের যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় খাল দখলের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, অধ্যাপক এমদাদুল হক, শিক্ষাবিদ ফিরোজ মিয়া, অধ্যাপক ইস্রাফিল হোসাইন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, নদী পরিব্রাজক দলের শ্রীপুর উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শিক্ষক সালাউদ্দিন মিলন, শামীম প্রমূখ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে