Dr. Neem on Daraz
Victory Day

টিউশনের টাকা দিয়ে সুবিধাবঞ্চিতদের খাবার বিতরণ


আগামী নিউজ | রানা আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২১, ০৯:২২ পিএম
টিউশনের টাকা দিয়ে সুবিধাবঞ্চিতদের খাবার বিতরণ

ছবি: আগামী নিউজ

সিরাজগঞ্জ: টিউশনের টাকা দিয়ে সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষদের “১ টাকায় অন্ন” সংঠনের পক্ষ থেকে খাবার বিতরন করা হয়েছে। এক টাকার খাবারে স্বস্তি এনেছে অনেক অসহায় দুঃস্থ মানুষের মাঝে। 

শনিবার (১৩ মার্চ) দুপুরে শহরের বাজার স্টেশন এলাকায় ১০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে এ খাবার বিতরণ  করা হয়।

জানা যায়, সিরাজগঞ্জ সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ৫ ছাত্রের উদ্দোগ্যে টিউশনের টাকা থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ‘‘১ টাকায় অন্ন’’ অলাভজনক সংগঠনটি খাবার বিতারণ করছেন। ২০২১ সালের ১ জানুয়ারীতে এই সংগঠনের যাত্রা শুরু করে এবং প্রথম বারের মতো সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিরতন করেন।

শহরের বাজার স্টেশন এলাকায় গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজনের বসবাস, এই এক টাকার ভ্রমমাণ দোকান নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ‘‘১ টাকায় অন্ন” বিক্রি করছেন। এক টাকার খাবারের প্যাকেটে রয়েছে, ১টি ডিমসহ সব্জি। 

স্টেশনে থাকা নাজিম শেখ বলেন, আয় রোজগার না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তিনি। খেটে খাওয়া গরীব অসহায় মানুষের জন্য এই এক টাকার খাবার খুব ভালো হয়েছে।

১ টাকার অন্ন সংগঠনের সদস্য আল-মামুন বলেন, আমাদের টিউশনের টাকা দিয়ে সুবিধাবঞ্চিত মানুষকে ১ টাকার খাবার বিতরণ শুরু করেছি।

এক টাকা নিচ্ছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুবিধাবঞ্চিতরা যেনো না ভাবে এটা দান করা হচ্ছে। তারা জেনে ভাবে এক টাকা দিয়ে এই খাবার কিনে খাচ্ছেন। আমাদের সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

জেলার বিভিন্ন বস্তিসহ যেসব এলাকায় গরীব অসহায় দুঃস্থ মানুষ রয়েছে, আমরা সেসব বস্তি ও গ্রামে ভ্যানে করে খাবার নিয়ে গিয়ে তাদের মাঝে এক টাকার বিনিময়ে এসব বিতরণ করবো। যতদিন পর্যন্ত এই সংগঠন রয়েছে ততদিন পর্যন্ত  আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

এসময় ১ টাকায় অন্ন সংগঠনের আকিজ রহমান, জুবায়ের রহমান, মানুন শেখ, বরাত আলী এবং গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে