Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় বাড়ছে পেয়াঁজের দাম


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২১, ০৯:১৫ পিএম
দুপচাঁচিয়ায় বাড়ছে পেয়াঁজের দাম

ছবিঃ সংগৃহীত

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে  দাম বাড়ছে পেয়াঁজের । গত এক সপ্তাহের ব্যবধানে পেয়াঁজের দাম ১০ থেকে শুরু করে  ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। পিয়াঁজের এই মূল্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করছেন ভোক্তারা।

দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ, চৌমূহনী, সারপুকুর, আলতাফনগর হাটসহ বিভিন্ন গ্রামাঞ্চলের হাট বাজারে প্রায় এক সপ্তাহের অধিক পূর্ব থেকে বাড়তে শুরু করেছে পেয়াঁজের দাম। ওই সময়ের মধ্যই কেজি প্রতি পেয়াঁজের দাম ২৫ টাকা থেকে আস্তে আস্তে বেড়ে সবশেষ ৪০ টাকা হয়েছে।

পেয়াঁজের দাম বাড়ার বিষয়টি চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনা হচ্ছে।

ভোক্তা সেকেন্দার আলী মনে করেন, পেয়াঁজের দাম বাড়ার  বাস্তবিক কোন কারন নাই। সামনে  রমজান মাসে পেয়াঁজের দাম উচ্চ পর্যায়ে তোলার জন্য এটি ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টির কারসাজি।

উপজেলার আমশট্ট দয়ালের মোড় বাজারের খুচরা সবজি বিক্রেতা রতন চন্দ্র পেয়াঁজের দাম বাড়ার কারন সম্পর্কে শুনালেন অন্যকথা। তাঁর মতে, হাট বাজারে এতদিন আগাম পিয়াঁজের সরবরাহ ছিল। আগাম পেয়াঁজের সরবরাহ শেষ। তাই বাজারে পেয়াঁজের ঘাটতিতে দাম বেড়েছে। নতুন পেয়াঁজ হাটবাজারে আসলেই দাম কমে যাবে।

উপজেলার মাজিন্দা গ্রামের কৃষক সাত্তার আলী জানালেন, ১৫ থেকে ২০ দিনের মধ্যই নতুন পেয়াঁজ ক্ষেত থেকে তুলে হাটে বাজারে সরবরাহ করা যাবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে