Dr. Neem on Daraz
Victory Day

হবিগঞ্জ সদর হাসপাতালে দালাল সিন্ডিকেটের দৌরাত্ন্য


আগামী নিউজ | মোহাম্মদ শাহ্ আলম হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২১, ০৪:২১ পিএম
হবিগঞ্জ সদর হাসপাতালে দালাল সিন্ডিকেটের দৌরাত্ন্য

ছবি: আগামী নিউজ

হবিগঞ্জ : জেলার সদর হাসপাতলে লাগাম টানা যাচ্ছে না দালালদের সিন্ডিকেটের। যেন ইমার্জেন্সি বিভাগ আবারও দালালদের দখলে চলে গেছে। দালালদের সিন্ডিকেট এতই চতুর যে বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা জরুরি বিভাগের আসা মাত্রই তাদের খপ্পরে পড়তে হয়।

শুধু তাই নয়, জরুরি বিভাগে রোগীদের সম্যসার কথা বলার আগেই দালালরা রোগী নাম ঠিকানা দিয়ে আগেই টোকেন নিয়ে নেয়। দেখে মনে হয় যেন তার পূর্বের পরিচিত ও নিজের লোক। এভাবে দিনের পর দিন গ্রামের সহজ সরল রোগ ও তাদের স্বজনরা প্রতারিত হয়ে আসছেন। 

শুক্রবার  (১২ মার্চ) দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, এক দালাল একজন রোগীকে নিজে নিয়োজিত ফার্মেসীতে ঔষুধ আনার জন্য নিয়ে যাচ্ছেন। সহজ-সরল ওই রোগী দালালের দেখানো পথেই হাঁটছেন। 
অভিযোগ রয়েছে, প্রথম অবস্থায় দালালরা মিষ্টি মিষ্টি কথা বলে ফার্মেসীতে নিয়ে গেলেও পরে ঔষুধের রাখা হয় গলাকাটা দাম। এমনকি তাদের কথামতো কাজ না করলে অনেক সময় রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে হুমকি-ধামকিও দেয়া হয়। 

হাসপাতালে আসা রোগীর স্বজন নুর আমিন  বলেন, ইর্মাজেন্সি বিভাগে ঢুকলেই টোকেন নিয়ে টানাটানি শুরু করেন দালালরা। এমনকি হাসপাতালে দায়িত্বরত স্টাফও একই রকম। দালাল ধরলে সহজেই সেবা পাওয়া যায়।

হাসপাতালে দায়িত্বরত ব্রাদার হিমাংসু চন্দ্র রায় বলেন, আমরা দালাল নির্মূলে আপ্রাণ চেষ্টা চালিয়ে চাচ্ছি। আশা করি কিছুদিনের মধ্যেই এই দালাল নির্মূল করার সম্ভব হবে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে