Dr. Neem on Daraz
Victory Day

সালথায় পেঁয়াজের বাম্পার ফলন


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২১, ১২:৫৭ পিএম
সালথায় পেঁয়াজের বাম্পার ফলন

আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার সালথা উপজেলার প্রধান ফসল পেঁয়াজের এবার বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজ উত্তোলনের কাজ শুরু করেছে চাষিরা। আবহাওয়া ভাল থাকায় বিগত বছরের মত এবার পেঁয়াজের চাষে কোন প্রকার প্রকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়নি চাষিদের। যেকারণে পেঁয়াজের ফলনও এবার বেশ ভাল হয়েছে।
 
একাধিক পেঁয়াজ চাষি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলনের ব্যস্ত সময় পার করছেন। গত বছর প্রতিবিঘা জমিতে ৬০ থেকে ৭০ মন করে পেঁয়াজ পেয়েছেন চাষিরা। তবে এবার প্রতিবিঘা জমিতে ১শ’ মনের ওপরে পেঁয়াজ পাবে তারা। বর্তমানে স্থানীয় বাজারে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫’শ টাকা দরে।
 
উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের পেয়াজ চাষি রিপন মোল্যা আগামী নিউজকে বলেন, এবার ৮ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছি। পেঁয়াজের ফলন ভালো হয়েছে। গত বছর অতিবৃষ্টিতে অনেক পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। এ বছর বৃষ্টি না হওয়ার কারনে পেয়াজ পচে নষ্ট হবে না বলে আসা করছি।
 
মিরাকান্দা গ্রামের কাশেম মোল্যা আগামী নিউজকে বলেন, এ বছর আমি ৭ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছি। পেয়াজের দামও এখন ভাল তবে সব সময় পেঁয়াজের দামটা স্বাভাবিক থাকলে আমাদের জন্য ভাল হয়।
 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিবাংশু দাস আগামী নিউজকে জানান, সালথায় চলতি মৌসুমে ১২ হাজার ১৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদ হয়েছে। পেঁয়াজের ফলন আশানুরূপ হয়েছে। কৃষক যদি পেঁয়াজের ন্যায্যমূল্য পায় সেক্ষেত্রে সালথায় বানিজ্যিকভাবে পেঁয়াজের চাষাবাদের আগ্রহী হবে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে