Dr. Neem on Daraz
Victory Day

ভোলার লালমোহন রুটে নতুন লঞ্চ সার্ভিস চালু


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০৮:৪৯ পিএম
ভোলার লালমোহন রুটে নতুন লঞ্চ সার্ভিস চালু

ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: কলাপাড়ায় ভোলার লালমোহন রুটে নতুন লঞ্চ সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে এ রুটের লঞ্চ সার্ভিস উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব এমপি। 

উদ্বােধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাক্ষ ড. শহিদুল ইসরাম বিশ্বাস, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো: লতিফ খালাসি, ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, মহিপুর থানা যুবলীগ আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, শ্রমিক লীগের সহ-সভাপতি গাজী মশিউর রহমান, এমবি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।

কলাপাড়া লঞ্চ ঘাট ইজারাদার তানভির মুন্সি জানান, প্রতিদিন সকাল ৭টায় কলাপাড়া লঞ্চ টার্মিনাল ঘাট থেকে এম এল আল সাইফান  এবং এমভি মোহাব্বত এক্সপ্রেস নামে দুটি লঞ্চ ভোলার লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং একই সময় ভোলার লালমোহন থেকে কলাপাড়ায় উদ্দেশ্যে আসবে যা রাঙ্গাবালী সহ বিভিন্ন পয়েন্টে যাত্রাবিরতি দিবে ।

এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় লালমোহন, রাঙ্গাবালী ও কলাপাড়ার ব্যবসায়ি ও জনসাধারনের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে তিনি জানান।

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে