Dr. Neem on Daraz
Victory Day

মান্দায় ব্যবসা প্রতিনিধির টাকা ছিনতাইয়ের অভিযোগ 


আগামী নিউজ | একে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০৬:৫২ পিএম
মান্দায় ব্যবসা প্রতিনিধির টাকা ছিনতাইয়ের অভিযোগ 

সংগৃহীত

নওগাঁ : নওগাঁর মান্দায় অবস্থিত সাহা ষ্টোরের মালিক রশিদুল ইসলাম বিরুদ্ধে ব্যবসা প্রতিনিধিদের মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার উপজেলার সতীহাটে। এ বিষয়ে রাতেই মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, পার নওগাঁয় অবস্থিত জুনাইদ এন্টারপ্রাইজ এর ব্যবসা প্রতিনিধি আশরাফুল ইসলাম ও বাপ্পি হাসান সোমবার সারাদিন উপজেলার বিভিন্ন স্থানে কোম্পানির পন্য বিতরণ করে নওগাঁ সদরে আসছিল। তারা মান্দার সতীহাটে পৌছালে সাহা ষ্টোরের মালিক  রশিদুল ইসলাম ও তার ছেলে মাছুদ রানা এবং উপজেলার শ্রীরামপুর গ্রামের ছবির উদ্দীনের ছেলে সুইট হোসেন তাদেরকে মারধর করে। এর তাদের কাছে থাকা ১ লাখ ৫০ হাজার ৪শ ৫৮ টাকা ছিনিয়ে নেয়।

বিষয়টি তাৎক্ষনিক কোম্পানির ম্যানেজারকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে ম্যানেজার ৯৯৯ এ ফোন দিলে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারের পর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রশিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোম্পানির প্রতিনিধিদের সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। এবং এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়েছে। তবে কোন টাকা ছিনিয়ে নেয়ার বিষয় ঘটেনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুর রহমান আগামীনিউজকে জানান, বিষটি নিয়ে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।  


আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে