Dr. Neem on Daraz
Victory Day

ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


আগামী নিউজ | একে সাজু, নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০৫:৪৫ পিএম
ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: আগামী নিউজ

নওগাঁঃ জেলার ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে ২০২০-২০২১ অর্থ বছরের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও ৫০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (০৯ মার্চ)  দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক  অধ্যক্ষ  মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন, সমাজসেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম প্রমুখ। 

পরে ১ম থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ৭লাখ টাকার শিক্ষা উপবৃত্তি ও ৫০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।

বিতরণকালে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক  রামজনম রবিদাস, পৌর সভাপতি প্রদীপ কুমার  আগাওয়াল, আদিবাসী নেতা  জিল্লু মার্ডি,  নরেস  হাসদা, ইশ্বর মার্ডি, বিশ্বনাথ সরেন, সাংবাদিক এম এ মালেক, জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ানহোসানাইন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে