ছবি: আগামী নিউজ
ময়মনসিংহ : ময়মনসিংহ প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ( ৮মার্চ) সকালে প্রেসক্লাবের সামনে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল,ইঞ্জিয়ার নুরুল আমিন কালাম, সিবিএমসিবির অধ্যক্ষ মীর্জা মাঞ্জুরুল হক, পুলিশ সুপার আহমার উদজ্জামান, প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, সাধারন সস্পাদক বাবুল হোসেন প্রমুখ।
পরে এক আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সবশেষে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগামীনিউজ/মালেক