Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ৭ মার্চ উদযাপন


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০৫:০৫ পিএম
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ৭ মার্চ উদযাপন

ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে ঐতিহাসিক ৭ মার্চ  পালন করা হয়েছে। আজ রোববার (৭ মার্চ) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সারা দিনব্যাপী এ বর্ণিল আয়োজন দিবসটি পালিত হয়।

৭ মার্চ ঐতিহাসিক দিবসটি পালনে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে প্রথম প্রহরে জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আ’লীগের  প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,  জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদ ডাক বাংলোয় পুস্পমাল্য অর্পন করা হয়। এবং শহিদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

এর পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে  শিক্ষার্থীদের অংশগ্রহনে শতকন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেওয়া হয়। পরে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাট্যানুষ্ঠানের আয়োজনে করা হয়।

উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়্যারম্যান  মুহাম্মদ সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, অধ্যক্ষ আব্দুল মজিদ, সরকারী, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নব-নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ।

সন্ধ্যায় ঐতিহাসিক দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে একটি নাটক পরিবেশিত হবে।

আগামী নিউজ/ মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে