Dr. Neem on Daraz
Victory Day

টাঙ্গাইলে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালিত(ভিডিও)


আগামী নিউজ | শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০৩:২০ পিএম

টাঙ্গাইলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধে বিশেষ অসামান্য অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদিব লুনা, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

৭ই মার্চ বাঙ্গালী জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পথ রচনা করেছিলেন। ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামার্ণ্য  ঐতিহ্য বিবেচনায় বৈশ্বিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিষ্ট্রার এ অন্তর্ভুক্ত করেছে।

এ বছরই প্রথমবারের মত দিবসটি জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসুচি গ্রহন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসুচি পালন করছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে