মৌলভীবাজারঃ জেলা চায়ের রাজধানী নামে খ্যাত। পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নের রাধানগর এলাকায় বাসিন্দা সুভাষ ভর। সুভাষ ভর র্দীঘদিন থেকে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল।
আজ রোজ বৃহস্পতিবার ৪ঠা মার্চ দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তরে গোপন সংবাদ আসে, এ সংবাদের তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পাহাড় কাটার অপরাধে ভূমির মালিক সুভাষ ভর'কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬ এর "খ" লঙ্ঘনের দায়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারে সহকারী পরিচালক বদরুল হুদা ও শ্রীমঙ্গল থানার এসআই কামরুল হাসান সহ সংবাদ কর্মী প্রমুখ।
আগামীনিউজ/এএস