Dr. Neem on Daraz
Victory Day

সৈয়দপুরে আ’লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১, ০২:১৯ পিএম
সৈয়দপুরে আ’লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

 

নীলফামারীঃ সৈয়দপুর পৌরসভার আসন্ন নির্বাচনের প্রচারকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত শনিবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় বিহারীদের (আটকে পড়া পাকিস্তানী) ক্যাম্পের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় জাতীয় পার্টির পক্ষ থেকে দাবী করা হয়েছে, নেতাকর্মীদের হামলার সময় তাদের নেতা-কর্মীদের ৩০টি মোটর সাইকেল ভাংচুর ও ২টিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অপরদিকে, স্থানীয় আওয়ামী লীগের দাবী, জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের একটি জিপ গাড়ী ভাংচুর ও দুই কর্মীকে মারপিট করাসহ বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, খবর পেয়ে ওই এলাকায় তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আগামীনিউজ/এসডি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে