Dr. Neem on Daraz
Victory Day

ধামইরহাটে সেরা ব্যাডমিন্টন জুটিকে সংবর্ধনা


আগামী নিউজ | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৮:০৪ পিএম
ধামইরহাটে সেরা ব্যাডমিন্টন জুটিকে সংবর্ধনা

আগামী নিউজ

নওগাঁঃ জেলার সেরা ব্যাডমিন্টন জুটিকে ধামইরহাটে সংবর্ধনা প্রদান করা হয়। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধামইরহাট বাসীর আয়োজন এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলার পত্নীতলা অফিসার্স ক্লাবের আয়োজনে ১০টি উপজেলার নির্বাহী অফিসারদের নিয়ে ‘ক’ গ্রুপ এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে ‘খ’ গ্রুপ পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়।

গত বুধবার ১৭ ফেব্রুয়ারি রাতে পত্নীতলা উপজেলা পরিষদ চত্তরে ফাইনাল খেলায় ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার (শিবলী) ও প্রভাষক আবু হানিফ জুটি সাপাহার উপজেলার রাসেল-জাহাঙ্গীর জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার এমপি। জেলার সেরা এই জুটিকে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংবর্ধনা দিয়ে ভুষিত করা হয়।

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গনপতি রায়, ধামইরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজি এম আবু হানিফ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাধারণ  সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল (বাবু), সাংবাদিক হারুন-আল-রশীদ, সেচ্ছাসেবী সংগঠন "মানব সেবা"র প্রতিষ্ঠাতা ও সভাপতি রাসেল মাহমুদ, সাংবাদিক আব্দুল মালেক, আবু মুসা স্বপন, নুরল ইসলাম, ক্রীড়া সংগঠক ফারুক হোসেন, ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী  কলেজের শিক্ষক আবু সাঈদ প্রমুখ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে