চট্টগ্রামে শনিবারে বিএনপির মহাসমাবেশ স্থগিত
আগামী নিউজ | শরীফ হায়দার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১, ১২:২৮ পিএম
ফাইল ফটো
চট্টগ্রামঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল শনিবার কেন্দ্রীয় কমিটির ঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
গত (২৭ জানুয়ারী) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখান করার পর গত (২ ফেব্রুয়ারী) চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৩৯ নেতাকে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জরুরী তলব করেন।
গুলশান কার্যালয়ের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে স্কাইপে লন্ডন থেকে যোগদেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ের ঐ বৈঠকে চট্টগ্রামে নেতারা ছাড়াও যোগদেন দেশের অন্যান্য পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা।
২ দিনব্যাপী এই বৈঠকের পর দেশের ছয় সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচী ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত প্রথম মহাসমাবেশ আগামীকাল (১৩ ফেব্রুয়ারী) শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম মহানগর বিএনপি অনিবার্য কারন কারন দেখিয়ে আগামীকালের মহাসমাবেশটি স্থগিত করে।
চট্টগ্রামে বিএনপি আগামীকালের সমাবেশ স্থগিত হওয়ার বিষয়টি আগামী নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.কে. খোদা তোতন।
আগামীনিউজ/এএস