Dr. Neem on Daraz
Victory Day

আমাগো হারাজাদা শুয়ারের বাচ্চা কয়া গালি দেয়, আমরা কি মানুষ না?


আগামী নিউজ | প্রভাত আহমেদ প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১, ০১:০৮ পিএম

ঢাকাঃ পরিবহন শ্রমিকদের সাথে জনসাধারণের নিত্যদিনের চলাচল। প্রায়ই দেখা যায়, যাত্রীদের মধ্যে কিছু মানুষ সাধারণ শ্রমিকদের সাথে অস্বাভাবিক আরচণ করছে;  শ্রমিকদের বাবা-মা তুলে গালাগাল এমন কি গায়েও হাত তুলছে! শ্রমিকদের দাবি, প্রতিদিন চালাচলের পথে কিছু সংখ্যক যাত্রী আছে যারা অকথ্য ভাষায় গালাগাল করেন খুদ্র বিষয় নিয়ে যা অত্যন্ত অমানবিক ও অপরাধের আওতায় গন্য হয়।

আজ শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে বিভিন্ন গণপরিবহনের শ্রমিকদের সাথে কথা বললে তারা বলেন, কিছু কিছু যাত্রী আছে খুবই ভালো কিন্তু বাসের অধিকাংশ যাত্রী আমাদের সাথে খারাপ আচরণ করে। গুলিস্তান থেকে আবদুল্লাপুর পর্যন্ত চলে বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন লিঃ, এই পরিবহনে দীর্ঘ ৫ বছর ধরে হেলপারি করেন আজাদ মিয়া, তিনি আগামী নিউজকে বলেন, মালিক আর সরকার মিল্যা ভাড়া বাড়ায় আমরা কি করুম, আমাগো কি দোষ? আমরা তো চাকরি করি আমাগো তো এইখানে কোন হাত নাই। 

আজাদ বলেন, তারা আন্দোলন করুক, অবরোধ করুক তাইলে তো সরকার দেখবো, মালিক দেখবো কিন্তু তারা সেটা না কইরা আমাগো হারাজাদা শুয়ারের বাচ্চা কয়া গালি দেয়, আমাগো গায়ে হাত তোলে আমরা কই জামু কন? মালিক আমাগো থেইক্কা এক টাকাও কম নেয় না, কিন্তু পাবলিক আমাগো ভাড়া কম দিয়া নাইম্যা যায়, মালিকরে আমরা এক টাকাও কম দিতে পারি না, মালিক কম নেয় না, আমগো বেতন থেইক্কা কইট্টা নেয়,মালিকও মারতে আসে সাধারণ পাবলিকও মারতে আসে! আমাগো তো সংসার আছে বাপ-মা আছে কি করুম আমরা কন? 

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে