Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় পুনাকের শীতবস্ত্র বিতরণ


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ০৭:১৭ পিএম
বগুড়ায় পুনাকের শীতবস্ত্র বিতরণ

আগামী নিউজ

বগুড়াঃ সারিয়াকান্দিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলায় যমুনার ঘাটে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী পুলিশ সুপার পতœী রোমানা আশরাফ।

এসময় গাবতলী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রায় সাড়ে ৩শ শীতার্ত দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে