বগুড়াঃ জেলার শেরপুর পৌরসভায় নির্বাচনে জাল ভোট দেবার চেষ্টা করায় আবু সাঈদ (৪০) নামের এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ জানুয়ারী) বেলা সাড়ে ৯টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের শেরপুর ডিজে হাইস্কুল (উত্তর ভবন) কেন্দ্রে এই ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত আবুু সাঈদ শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ছায়েদুর রহমান জানান, সকাল ৯টার দিকে ওই ব্যক্তি নিজের পরিচয় গোপন করে ভোট দিতে ভোট কক্ষে যান। এসময় পোলিং এজেন্টরা তার পরিচয় চ্যালেঞ্জ করলে তিনি স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. শারমিন আকতার তাকে ভ্রাম্যমাণ আদালতে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. শারমিন আকতার জানান,১৮৬০ সালের দন্ডবিধি ১৭১ (চ) ধারায় ছদ্মবেশ ধারণ করায় ওই ব্যক্তিকে সাতদিনের জেল দেয়া হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
আগামীনিউজ/নাসির