Dr. Neem on Daraz
Victory Day

চসিক নির্বাচনে দলীয় অন্তকোন্দল: নিহত ২


আগামী নিউজ | শরিফ হায়দার, জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ০১:৩৫ পিএম
চসিক নির্বাচনে দলীয় অন্তকোন্দল: নিহত ২

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ সময় যতই ঘনিয়ে আসছে ধীরে ধীরে রক্তাক্ত ও সহিংস হয়ে উঠছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১!

এরই মধ্যে ৩ দিনের মাথায় প্রান গেলো আরও এক ছাত্রলীগ কর্মীর। আ'লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর সমর্থকদের মধ্যে দলীয় গ্রুপের বলি হলেন আ'লীগ ও ছাত্রলীগের ২ কর্মী।

আ'লীগ দলীয় এসব নির্বাচনী সহিংসতায় আগ্নেয় অস্ত্র ব্যবহার করে ভীতিকর পরিবেশ তৈরি করতে প্রতিপক্ষের লোকজনকে হত্যার উদ্দেশ্য চালানো হচ্ছে এসব হামলার ঘটনা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বেশীরভাগ ওয়ার্ডে সাবেক আ'লীগ কাউন্সিলরদেরকে বাদ দিয়ে নতুন মুখকে দলীয় মনোনয়ন দিলেও তাদের প্রত্যেকের বিগত রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ বা গোয়েন্দা সংস্থার তথ্যকে প্রাধান্য না দিয়ে চট্টগ্রামের আ'লীগের কেন্দ্রীয় নেতাদের সমর্থক হওয়ায় এসব প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড জায়গা দখল চাঁদাবাজি টেন্ডারবাজি সহ অসংখ্য অপরাধের তথ্য গোয়েন্দা সংস্থার কাছে থাকলেও তার কোন প্রভাই পড়েনি কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে।

এরই মধ্যে নগরীর ২৮ নং ওয়ার্ডে প্রতিপক্ষের নির্বাচনী গনসংযোগে গুলি করার ঘটনায় একজন নিহত হওয়ার পর নির্বাচনী সহিংসতা প্রতিরোধ কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।

সিএমপির উর্ধতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতা প্রতিরোধে ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা নিয়ে প্রশাসন মাঠ পর্যায়ের প্রত্যেক থানা ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রশাসনের উর্ধতন কতৃপক্ষ।

এদিকে নির্বাচনে সহিংসতা ও শক্তি প্রদর্শন করবে এমন ১৪ জন আ'লীগ কাউন্সিলর প্রার্থীর নাম সনাক্ত করে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর এসব প্রার্থীদের উপর রয়েছে বাড়তি গোয়েন্দা নজরদারি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সহিংসতায় আওয়ামী লীগ কর্মী বাবুল হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় প্রাণ গেল আশিকুর রহমান রোহিত (২২) নামে এক ছাত্রলীগ কর্মীর।

গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশিকুর রহমান রোহিত ওমরগণি এমইএস কলেজের ছাত্রলীগের কর্মী এবং চট্টগ্রাম মহানগর বাকলিয়া থানার ডিসি রোড এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ৯ জানুয়ারি আশিকুর রহমানের ভাই জাহিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় তিনজনকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন : মহিউদ্দিন, বাবু এবং সাবু।

বাকলিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত এই প্রতিবেদককে জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার নগরীর ২৮নং পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন নিহত হন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে