Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় পৌরসভায় সর্বত্র বইছে নির্বাচনী হওয়া


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১, ০৫:৫৬ পিএম
মাগুরায় পৌরসভায় সর্বত্র বইছে নির্বাচনী হওয়া

আগামী নিউজ

মাগুরাঃ আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মাগুরা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। মেয়র প্রার্থী ও ওয়ার্ড কাউন্সিল প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়ের প্রতিশ্রুতি। শেষ মুহুর্তে প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

ব্যানার, পোষ্টারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মাগুরার একমাত্র পৌরসভা। এখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় ৭৭ হাজার। এবার মেয়র পদে বর্তমান মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল নৌকা, বিএনপি মনোনিত প্রার্থী ইকবাল আখতার খান কাফুর ধানের শীষ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মশিউর রহমান হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।  এছাড়া সাধারণ ৪৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তবে মাগুরা পৌরসভা নির্বাচনে দুই মেয়াদের চেয়ারম্যান ও একবার মেয়রের দায়িত্ব পালন করেছেন বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল আকখতার খান কাফুর। অন্যদিকে বর্তমান মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল। চলতি মেয়াদে পাঁচ বছর তার দায়িত্ব শেষ করছেন। সে হিসেবে প্রধান দুই দলেরই প্রার্থীরই জনপ্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আছে।

বিএনপি মনোনিত প্রার্থী ইকবাল আখতার খান কাফুর জানান, নির্বাচনের আগেই মাঠছাড়া করতে নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীরা অনেকে মামলার কবলে পড়ে কেউ কারাগারে, কেউ গ্রেপ্তারের ভয়ে এলাকায় নেই। তবে  সুষ্ঠ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
আওয়ামীলীগের মনোনিত প্রার্থী খুরশিদ হায়দার টুটুল বলেন, তিনি নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক উন্নয়ন কমকার্ন্ড সম্পন্ন করেছেন। বিজয়ী হলে একইভাবে উন্নয়নের ধরাবাহিকা অব্যবহত রাখবেন।

এই পৌরসভায় দুই মেয়র প্রার্থীর পাশাপাশি প্রতীক হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মশিউর রহমান। তবে নির্বাচনের মাঠে নেই ইসলামী আন্দোলন প্রার্থীর তেমন কোনো প্রচারণা। শহরে কিছু স্থানে পোস্টার ছাড়া মাঝে মধ্যে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চলছে।

তবে সাধারণ ভোটারা বলছেন, মেয়র পদে তিন প্রার্থীর মধ্যে একজন বর্তমান মেয়র অপর জন সাবেক মেয়র। এর মধ্যে যিনি বেশি উন্নয়ন পাশাপাশি যিনি বেশী নাগরিক সুবিধা নিশ্চিত ও সাধারণ মানুষের সুখ দুখের সাথী হবেন তাকে ভোট দিবে।

জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম জানান, নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে মাগুরা পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট হবে। এ নির্বাচনে মোট ৭৬ হাজার ৮৭৬ জন ভোটার ৩৫টি কন্দ্রে ২০৮টি কক্ষে ভোট প্রদান করবেন। এখন পযর্ন্ত কোন প্রার্থীর অভিযোগ আমাদের কাছে আসেনি। যদি কোন অসঙ্গতির অভিযোগ পাওয়া যায় তাহলে উর্ধ্বতন কমকর্তার কাছে অবহিত করা হবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে