ছবিঃ আগামী নিউজ
ঠাকুরগাঁওঃ জেলার চিনিকল চালু রাখা ও আধুনিকায়নের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে যোগ দেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা।মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও চিনিকল চত্বরে এই পথ সভার আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট।
সিপিবি নেতা ইসমাইল আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের নেতা আব্দুল্লাহ ক্বাফী রতন, বজলুর রশীদ, আনছার আলী দুলাল, নজরুল ইসলাম, শেখর রায়, দীপক রায়, শহীদুল ইসলাম সবুজ ও অন্যরা।
এ সময় বক্তাগণ রাষ্ট্রীয় চিনিকল বন্ধ নয়, চালু ও আধুনিকায়ন করা, লোকসানের জন্য দায়ী নীতিনির্ধারক, দূর্নীতিবাজ আমলাদের গ্রেফতার ও শাস্তি দাবী, আখ চাষীদের ন্যায্যমূল্যে সার, কীটনাশক সরবরাহসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।
আগামীনিউজ/নাসির