Dr. Neem on Daraz
Victory Day

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১, ০৪:৩৩ পিএম
ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে রফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপরে জেলা পরিষদ সংলগ্ন বিলাস নগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলাধীন  ফতুল্লা জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউজ নামে একটি সাততলা ভবনের নিচতলার ‘সেফইট ফার্স্ট ফায়ার প্রটেকশন’ নামে এ দোকানে অগ্নিনির্বাপণ যন্ত্র  তৈরিসহ, সিএনজিচালিত  থ্রী-হুইলার ও মোটরগাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করা হত।

বৃহস্পতিবার দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে রিফিলিং এর কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মাথা ছিন্নবিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ‘সেফইট ফার্স্ট ফায়ার প্রটেকশন’ দোকানটিতে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রি ও রিফিলিং করা হতো। এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে রিফিলিং করা হতো। যে সিলিন্ডারে ওই কার্বন ডাই অক্সাইড রাখা হয়েছিল, সেটা অনেক পুরাতন। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে সিলিন্ডার থেকে রিফিলিং করতে গিয়ে গ্যাসের পেশারে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে