গাজীপুরঃ গার্মেন্টস কর্মীকে অপহরণ করে গাছের সঙ্গে বেঁধে মারধর করে মুক্তিপণ আদায়ের ঘটনায় অপহরণকারী দুই যুবককে আটক করেছে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় মহানগরের পোড়াবাড়ী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেও আটক করা হয়।
আটককৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার পোড়াবাড়ী কোনাপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মামুন হোসেন (৩০) ও একই থানার সালনা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হিরা ইসলাম (২৪)।
ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, শেরপুরের ঝিনাইগাতী থানার লয়খা গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৭) গাজীপুরের হাতিয়াব এলাকায় শশুর বাড়িতে থেকে স্থানীয় এক পোশাক কারখানায় চাকুরি করেন।
গত ২৮ ডিসেম্বর রাতে ভাওরাইদ এলাকা থেকে তাকে অপহরণ করে স্থানীয় একটি বাগানে নিয়ে যায় অপহরণকারীরা। সেখানে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা। সিরাজুলকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় রেখে অপহরণকারীরা চলে যায়। এ সুযোগে বাঁধন খুলে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণ রক্ষা পান তিনি।
এ ঘটনায় জড়িত দুইজনকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পোড়াবাড়ি মাজারের পাশ থেকে আটক করে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি এটি ছুরি ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আগামীনিউজ/নাসির