Dr. Neem on Daraz
Victory Day

মোংলায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত


আগামী নিউজ | আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২০, ০৫:৪৩ পিএম
মোংলায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

বাগেরহাটঃ মোংলায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জৈব সার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তি এবং নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি বালাই ব্যবস্থাপনা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীদের এ প্রশিক্ষণের আয়োজন করে মোংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের শেষ দিন মঙ্গলবার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা।

কৃষিই সমৃদ্ধি শ্লোগানে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার মোংলায় শুরু হয় দুই দিনব্যাপী এই কৃষক-কৃষাণী প্রশিক্ষণ। এতে স্থানীয় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে