Dr. Neem on Daraz
Victory Day

জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০, ০৩:৪৯ পিএম
জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি

ঢাকাঃ রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে শেষ করা ও দেশের সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করার দাবি জা‌নি‌য়ে‌ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। সোমবার (৭ ডিসেম্বর)  জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে এ দা‌বি জানায় সংগঠনটি।

সংগঠনের আহ্বায়ক ড. মো. আওলাদ হোসেন বলেন, দুই মাস ধরে ধোলাইপাড়ে শেখ মুজিবর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে আসছে কয়েকটি স্বাধীনতাবিরোধী সংগঠন। তবে যে কোনও মূল্যে মুজিব বর্ষের বিজয়ের মাসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে। দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে।

বক্তারা আরও বলেন, ভাস্কর্য বাঙালির নিজস্ব সংস্কৃতির অংশ। যেসব ভাস্কর্য সৌন্দর্য চর্চা ও রুচিশীলতার পরিচয় বা ঐতিহাসিক কোনও স্মৃতিফলক হিসেবে স্থাপিত হয় তা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ নয়।

এসময় বক্তারা 'বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙালির ঐতিহ্য', 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘মৌলবাদীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও' প্রভৃতি স্লোগান দেন।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে