ঢাকাঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় ইমাম হাসান (২৬) নামে এক মাইক্রোবাসচালক আহত হয়েছেন। এ সময় তার নগদ টাকা, মোবাইল, লাইসেন্স ও হাতঘড়ি ছিনতাই হয়।
বুধবার রাতে আহত মাইক্রোবাসচালকের বাবা হাজী মো. শাহ আলম বাদী হয়ে ছয় কিশোর গ্যাং সদস্যের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটেছে রায়পুর সরকারি কলেজের পরে কেরোয়া ইউপির ৯নং ওয়ার্ড রাড়ীবাড়ির সামনে। গুরুতর আহত মাইক্রোচালক ইমাম হাসান উত্তর কেরোয়া গ্রামের দিনমজুর হাজী শাহ আলমের ছেলে।
অভিযুক্তরা হলো- কিশোর গ্যাং নেতা কেরোয়া ইউপির মালিবাড়ি এলাকার আলি হোসেনের ছেলে আরিফ হোসেন, তার সহযোগী একই এলাকার আবদুর রহিমের ছেলে রিংকু, মৃত তোফায়েলের ছেলে ফয়েজ ওরফে বালা, আমির হোসেনের ছেলে মো. রাজু, পৌরসভার শেষ সীমান্ত চাঁদপুর সড়কের কুন্ডুগোবাড়ীর মো. মানিকের ছেলে রনি ও শাহ আলমের ছেলে মেহেদি। এদের সবার বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।
আহত ইমামের বাবার লিখিত অভিযোগে জানা যায়, প্রায় দুই বছর আগে রিংকুর একটি মোবাইল ইমামের গাড়ি থেকে হারিয়ে যায়। তখন দুজনের মধ্যে বিবাদ হয় ও কথা বলা বন্ধ থাকে।
প্রতিশোধ নেয়ার সুযোগ না পেয়ে গত ২৮ নভেম্বর রাতে রিংকু তার দলের নেতা আরিফকে দিয়ে ইমামকে তার বাড়ির দোকানের সামনে থেকে তুলে অন্ধকার রাস্তার মধ্যে নিয়ে যায়। রিংকুর মোবাইল কোথায়-? এ বলে ৬ জনের মিলে ইমামকে মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা চালায়।
এসময় ইমাম চিৎকার দিলে তার কাছে থাকা ৯ হাজার টাকা, একটি মোবাইল, চালকের লাইসেন্স ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়। পরে আহত ইমাম হাসানকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত আরিফ, রিংকু ও রনি মোবাইল ফোনে জানান, তারা ইমামের কাছে টাকা পাবেন। সে টাকা না দেয়ায় মারধর করেছে। কোনো কিছু ছিনতাই করেনি বলে দাবি করে তারা।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, আহত মাইক্রোচালক ইমাম হাসানের বাবার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আগামীনিউজ/প্রভাত