Dr. Neem on Daraz
Victory Day
সোনাইমুড়ীতে

মাদক মামলায় একজনের যাবজ্জীবন


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০৮:৫০ পিএম
মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ছবি সংগৃহীত

নোয়াখালীঃ  জেলায়  মাদক মামলায় আবুল বাসার বাবুল নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক সফিকুল ইসলাম এ রায় দেন। এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন আসামি বাবুল।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের (২৭ অক্টোবর) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাটখিল-সোনাইমুড়ী সড়কে যাত্রী সেবা পরিবহন থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ আবুল বাসার বাবুলকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়। পরে জামিনে ছাড়া পেয়ে অভিযুক্ত বাবুল পালিয়ে যান।

মামলার শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ  বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) আসামির অনুপস্থিতিতে এ রায় দেন আদালত।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে