ছবি সংগৃহীত
রাজশাহীঃ জেলায় গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
হোসেন গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ওসি খায়রুল ইসলাম বলেন, বিকেলে মো. হোসেন ও তার সঙ্গে থাকা দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে নামে। এসময় হোসেন সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা দুই শিশু হোসেনের পরিবারকে বিষয়টি জানান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে হোসেনের মরদেহ উদ্ধার করে।
আগামীনিউজ/জেহিন