চুয়াডাঙ্গা: জেলার ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় ১ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার আটক করেছে চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়ন।
গত সোমবার (১৯-অক্টোবর) বেলা ১১টার সময় স্বর্ণের বারগুলো আটক করা হয়।
গত সোমবার রাতে এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা ৬-বিজিবি অফিস জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবি জানতে পারে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সিমান্ত এলাকা দিয়ে এক ব্যাক্তি বেশ কিছু স্বর্ণের বার ভারতে পাচার করবে।
ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬-বিজিবি’র পরিচালক (পিএসসি) মোহাম্মদ খালেকুজ্জামান ও সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী’র সার্বিক দিকনির্দেশনায় ফুলবাড়ী বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সীমান্ত এলাকায় অভিযানে নামেন।
অভিযানকালে ফুলবাড়ী সীমান্তের ৮৬ নং পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে চাকুলিয়া বিলের মধ্যে একটি প্লাষ্টিকের বস্তা হাতে একজন ব্যক্তিকে দেখতে পায় অভিযানকারি দল। অভিযানকারি দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে উন্নতমানের ২ কেজি ৪শ’ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ ২ হাজার ৪শ’ টাকা বলে জানায় বিজিবি।
এ ঘটনায় উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
আগামীনিউজ/মিথুন