Dr. Neem on Daraz
Victory Day
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে

জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত ১; আহত ২


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০৯:৪৯ এএম
জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত ১; আহত ২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জঃ জেলার বন্দরে শীতলক্ষ্যা নদীতে একটি জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন।

গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় অবস্থিত সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীর সামনে শীতলক্ষ্যা নদীতে পন্যবাহী একটি জাহাজে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে এমভি নিউটেক-৪ জাহাজে কর্মরত ঘাতক সবুজের সাথে কথা কাটাকাটি হয়। বিকেলে এ ঘটনায় স্টাফ সবুজ ও তার ভাইকে সাথে নিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে টিটন সর্দার সহ জাহাজ মাস্টার তাইজুল ও বাবুর্চি মোশারফ আহত হয়।

পরে তিন জনকে উদ্ধার করে  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে  টিটনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক জিএম মোস্তফা।

ঘাতক গোপালগঞ্জ জেলার গোপিনাথপুরের সবুজ শীতলক্ষ্যা নদী সাতার কেটে পালিয়ে যায়।

নিহত টিটন সরদার নড়াইল জেলার লোহাগড়ার সাত্তার সরদারের ছেলে। পন্যবাহী এমভি নিউটেক জাহাজে দীর্ঘদিন যাবৎ কাজ করতেন। টিটন ২ সন্তানের জনক।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, আমি সহ ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনা তদন্ত করেছি। নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। নৌ পুলিশ ব্যবস্থা নিবে।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে