Dr. Neem on Daraz
Victory Day

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে যুবক নিহত


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৯:৪৬ এএম
নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে যুবক নিহত

ফাইল ছবি

নরসিংদীঃ জেলার শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

গতকাল শুক্রবার (২৫সেপ্টম্বর)  রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের জামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাজিম উদ্দিন (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাসিন্দা। নাজিম উদ্দিন মাইক্রোবাসচালক ছিলেন।

জানা যায়, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মনোহরদী যাচ্ছিল। এসময় বাসটি শিবপুরের জামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নাজিম উদ্দিন মারা যান।

খবর পেয়ে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

শিবপুর থানার ওসি মোল্লা আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মারা যায়।

আগামীনিউজ/জেহিন  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে