Dr. Neem on Daraz
Victory Day
চট্টগ্রামে

ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগ মুখোমুখি


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০, ০৯:৩৩ পিএম
ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগ মুখোমুখি

ছবি সংগৃহীত

চট্টগ্রামঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মানববন্ধন চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ দু’পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেয়।
 
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শুরু করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় তারা ভিপি নুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনেন। বক্তারা বলেন, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার কারণেই আজ নুরের বিরুদ্ধে এই জঘন্য অভিযোগ আনা হচ্ছে। এর সবই পূর্ব পরিকল্পিত ও সাজানো।
এদিকে পরিষদ নেতাদের বক্তব্য চলাকালেই প্রেসক্লাব চত্বরের উত্তর পাশে বেশকিছু ছাত্রলীগ কর্মী অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সেখানেই আটকে দেন।
 
পরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দ্রুত মানববন্ধন শেষ করে প্রেসক্লাব চত্বর ত্যাগ করার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তবে এবারো পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ছাত্র পরিষদ নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে জামালখান মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় তারা বলেন, বাংলাদেশে একজন ধর্ষকের পক্ষ নিয়ে মিছিল মানববন্ধন হতে পারে তা আমরা চিন্তাও করতে পারি না। শিক্ষার্থী হিসেবে এমন কাজ আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না।
আগামীনিউজ/জেহিন
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে