Dr. Neem on Daraz
Victory Day

বিষাক্ত ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০, ০৮:৩৪ এএম
বিষাক্ত ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ফাইল ছবি

পটুয়াখালীঃ কলাপাড়ায় বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে নিবীর চন্দ্র শীল (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর সবার অগোচরে সে বাড়িতে থাকা চালের পোকা দমনের বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত ওই শিক্ষার্থী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের নির্মল চন্দ্র শীলের ছেলে। তার মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করলে মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের তার মামা পিন্টুর বাড়িতে থেকে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পড়াশোনা করতো।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি, আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে