Dr. Neem on Daraz
Victory Day

সেন্টমার্টিনে ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: নিহত ২


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০, ১১:০৯ এএম
সেন্টমার্টিনে  ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: নিহত ২

সংগৃহীত ছবি

কক্সবাজারঃ জেলার সেন্টমার্টিন সমুদ্রপথে নাফ নদে মাছ ধরার ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী স্পিডবোটের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন যাত্রী। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৬) নামের এক শিশু নিখোঁজ রয়েছে।

গত মঙ্গলবার ( ০৮ সেপ্টেম্বর ) বিকেল ৪টার দিকে নাফ নদের টেকনাফ কায়ুকখালীপাড়া বিজিবি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্পিডবোটে থাকা আহত যাত্রীরা জানান, টেকনাফ পৌরসভার কেকে ঘাট থেকে আটজন যাত্রী নিয়ে কায়ছার নামের এক চালক সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করে। রওনা হওয়ার কিছুদূর পর বিজিবির চেকপোস্ট পার হওয়ার পর পরই সামনে থাকা মাছ ধরার ট্রলারের সঙ্গে ধাক্কায় যাত্রীসহ স্পিডবোট উল্টে যায়। এতে ঘটনাস্থলে রশিদা বেগম (৬৫) নামের স্পিডবোটের এক যাত্রী নিহত হন। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের পশ্চিমপাড়ার বাটু মিয়ার স্ত্রী। আহত হন ছয়জন। নিখোঁজ হয় সুমাইয়া নামের এক শিশু।

আহতদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মেহেরুন নেছা (৭৫) নামের আরেকজন মারা যান। তিনি সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার আবদুল জলিলের স্ত্রী।আহত মামুন, মো. আমিন, জাহারো বেগম, সোহেল ও মমতাজ বেগম সদর  হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা সেন্টমার্টিনের বাসিন্দা বলে জানা যায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে