Dr. Neem on Daraz
Victory Day

ভাসানচরে রোহিঙ্গা প্রতিনিধি দল


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০, ১১:৩০ এএম
ভাসানচরে রোহিঙ্গা প্রতিনিধি দল

ফাইল ছবি

নোয়াখালীঃ গত শনিবার বিকাল ৫টায় ৪০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দল  পৌঁছায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে। শনিবার ভোরে দুটি বাসে করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দলটি কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে যাত্রা করে। সেখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে জলযানে করে তারা ভাসানচরে পৌঁছান।সেখানে তাদের জন্য তৈরি করা হয়েছে ‘স্বপ্নপুরী’ নামে আশ্রয়ণ প্রকল্প। রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন প্রকল্পের পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী তাদের স্বাগতম জানান তাদের। 

নোয়াখালীর ডিসি খোরশেদ আলম খাঁন বলেন, প্রতিনিধি দলটি মঙ্গলবার পর্যন্ত ভাসানচরে অবস্থান করবে। দলের সদস্যরা ভাসানচর রোহিঙ্গাদের বসবাসের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করে করে দেখবেন।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার বলেন, প্রতিনিধি দলে রোহিঙ্গা নেতা ছাড়াও দুইজন নারী সদস্য রয়েছেন। ভাসানচরে তারা দুইদিন দুই রাত অবস্থান করে সেখানে কী ধরনের সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়েছে এবং দ্বীপটি বসবাসের জন্য কেমন তা নিজেদের চোখে দেখবেন।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নিয়ে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে নানা সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার বিরান দ্বীপ ভাসান চরে স্থানান্তরের এই পরিকল্পনা নিয়েছে সরকার।সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১০ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা তিন শতাধিক রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আশ্রয় দিয়েছে সরকার।

সরকার বলছে, রোহিঙ্গাদের বসবাসের জন্য সব ব্যবস্থাই ভাসান চড়ে গড়ে তোলা হচ্ছে। সেখানে গেলে কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প জীবনের চেয়ে ভালো থাকবে তারা।

তবে সাগরের ভেতরে জনমানবহীন ওই চরে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা নিয়ে উদ্বেগ রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মধ্যে।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে