রাজবাড়ীঃ জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৭৩৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১৮১৬।
আজ শুক্রবার বিকেলে (০৪ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তকৃতদের মধ্যে জেলার সদর উপজেলার ২৩ জন, পাংশা উপজেলার ০৫ জন, কালুখালী উপজেলার ০১ জন ও গোয়ালন্দ উপজেলার ০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে হোম আইসোলেশনে আছে ৮৬৮ জন এবং হাসপাতালে
ভর্তি আছেন ৩১ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (০৪ সেপ্টেম্বর) তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৯২৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪১২ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ২২১ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ১৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আগামীনিউজ/আশা