Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে করোনায় মন্দির সেবায়েতের মৃত্যু


আগামী নিউজ | বালিয়াকান্দি (রাজবাড়ী)প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০, ০৭:৪৫ পিএম
বালিয়াকান্দিতে করোনায় মন্দির সেবায়েতের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাধন চন্দ্র অধিকারী ওরফে সাধন বৈরাগী (৬৬) নামের এক মন্দিরের সেবায়েতের মৃত্যু হয়েছে।

 
শনিবার দুপুর ১.৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
মৃত সাধন বৈরাগী বালিয়াকান্দি সদর ইউনিয়নের কর্মকারপাড়া (বৈষ্ণবপাড়া) গ্রামের মৃত গোবিন্দ চন্দ্র অধিকারীর ছেলে এবং বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত।
 
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট রবিবার বালিয়াকান্দি  স্বাস্থ্য কমপ্লেক্সে সাধন বৈরাগী নমুনা দেন এবং ২৭ আগষ্ট বুধবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে। পরে বুধবার সন্ধ্যায় তার করোনা রিপোর্টটি পজেটিভ আসে। 
 
স্বাস্থ্য বিধি মেনে তার মৃতদেহ শনিবার বিকালে বালিয়াকান্দি মহাশ্মশানে সমাহিত করা হয়।
 
এসময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন, মহাশ্মাশান ও কেন্দ্রীয় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নিরুপম চৌধুরী, সাধারন সম্পাদক পিযুষ কর, যুগ্ন-সম্পাদক উত্তম দে, সনাতন কুন্ডু, চন্দ্রনাথ কুন্ডু চন্দন উপস্থিত ছিলেন।
 
 
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে