Dr. Neem on Daraz
Victory Day

২৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০, ১০:০০ এএম
২৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

সংগৃহীত

২৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ওই রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক করে কর্তৃপক্ষ।

এর আগে বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারণে বুধবার সকাল ৯টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়াঘাট এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নুরুল আনোয়ার মিলন বলেন, বুধবার নৌপথে বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বুধবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল।

বৃহস্পতিবার কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৮টা থেকে লঞ্চ ফের চালু করা হয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব প্রকার লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে