Dr. Neem on Daraz
Victory Day

অবরুদ্ধ বিজিএমইএ অফিস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২০, ০৫:১৯ পিএম
অবরুদ্ধ বিজিএমইএ অফিস

ছবি : সংগৃহীত

ঢাকাঃ ফাউন্টেন গার্মেন্টসের নয় শতাধিক শ্রমিকের চার মাসের বেতন বকেয়া রেখে কারখানা লে অফ ঘোষণা করার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিজিএমইএ প্রধান কার্যালয় ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

আজ রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় আশুলিয়ার বাইপাইল থেকে এসে ফাউন্টেন গার্মেন্টসের শ্রমিকরা বিজিএমইএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিএমইএ কার্যালয় অবরুদ্ধ রয়েছে।

গার্মেন্টসটির সিনিয়র অপারেটর রঞ্জু জানান, না খেয়ে অনেক কষ্ট করে থাকতেছি। বাসা ভাড়া দিতে না পারায় বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দিয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করলে কিভাবে সংসার চালাব বুঝতেছিনা। বকেয়া বেতনের বিষয়ে বিজিএমইএ কর্মকর্তারা কোন রুপ ফয়সালা করতে পারছে না।

আগামীনিউজ/এএইচ 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে