Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৪, ২০২০, ০২:০১ পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন

ছবি : সংগৃহীত

ঢাকা : মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এখবর জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম । 

আগামী ৫ আগষ্ট মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় মেয়রের পদ শূন্য হওয়ায় এই নিয়োগ দেয় সরকার।

সরকার নিয়োগকৃত নতুন এ প্রশাসক হচ্ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। খোরশেদ আলম চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকার স্থায়ী বাসিন্দা। 

২০০৭ সালে আওয়ামী লীগ থেকে তৎকালীন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদের জন্য খোরশেদ আলম সুজনকে মনোনয়ন দেয়া হয়েছিলো। কিন্তু সেই বার তাকে আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডের নির্দেশে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে হয়। তার স্থলে মনোনয়ন দেয়া হয়েছিলো এম এ লতিফকে।

কোভিড-১৯ মহামারীর কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। 

প্রশাসকের নেতৃত্বে একটি পরিষদ গঠিত হবে। এ পরিষদ তাদের অন্তর্বর্তীকালীন সময়ে কর্পোরেশনের কর্মকান্ড পরিচালনা করবে।

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে