Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার উপরে


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০৩:২৪ পিএম
বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার উপরে

সংগৃহীত

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৫টি ইউনিয়নের ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ ১৯ হাজার ৭২টি পরিবারের ৭৭ হাজার ৬২০ জন মানুষ। এসব এলাকার মানুষেরা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উপসহকারী প্রকৌশলী আহসানুল হক জানিয়েছেন, সকাল ৯টার দিকে যমুনা নদীর পানি সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুটের ১৫টি ইউনিয়নের ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বাঙালি ও করতোয়া নদীর পানিও বাড়ছে।  

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা এলাকার জন্য ৭০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আগামীনিউজ/নাহিদ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে