Dr. Neem on Daraz
Victory Day

মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি


আগামী নিউজ | কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২০, ০১:১০ পিএম
মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি

সংগৃহীত ছবি

কলাপাড়া পায়রা বন্দরে শের-ই-বাংলা নৌ-ঘাঁটিতে যাওয়ার সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। লালুয়া ইউনিয়নের বানাতি বাজার থেকে দুই কিলোমিটার ইটের সড়কের বেশ কয়েকটি স্থানে খানা-খন্দ অবস্থায় পড়ে রয়েছে। কোথাও কোথাও ইট সড়ে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ। এমনকি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া, দশকানি, ছোনখলা, চড়পাড়া গ্রামের কয়েক হাজার লোকজন এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ঘূর্ণিঝড় আম্ফানসহ মালবাহী ট্রলি চলাচলের কারণে সড়কটি বেহাল দশা হয়ে পড়ে। বর্তমানে জরুরি রোগী নিয়ে যাতায়াতে চরম বিপাকে পড়তে হচ্ছে।

পশরবুনিয়া গ্রামের বাসিন্দা মো.রুহুল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানের কারণে এখন আরও খারাপ অবস্থা হয়েছে। 

লালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো.লিটন সাউগার বলেন, পায়রা বন্দরের শের-ই-বাংলা নৌঘাঁটিতে যাওয়ার দুই কিলোমিটার রাস্তাই খারাপ অবস্থা হয়ে পড়েছে। সড়কটি দ্তুঁ সংস্কার করা প্রয়োজন বলে তিনি জানান।

লালুয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, এ সড়কটির ব্যাপারে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু আজও কোনো সুরাহা পায়নি। 

আগামীনিউজ/মুরাদ/জেএফএস 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে