Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীতে নারী কনস্টেবলের আত্মহত্যা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২০, ০৯:০৮ এএম
রাজশাহীতে নারী কনস্টেবলের আত্মহত্যা

প্রতীকী ছবি

রাজশাহীতে মিতা খাতুন (২৫) নামে এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছেন। নিহত মিতা খাতুন রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মহানগরীর চন্দ্রিমা থানাধীন কেচুয়াতৈল পাইকপাড়া এলাকার মো. মুনসুর রহমানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গত ২৬ জুন থানার এসআই তবারক হোসেনের করোনা শনাক্ত হয়। ওই সময় তার সংস্পর্শে আসা পাঁচ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে মিতা খাতুনও ছিলেন। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন ৩০ জুন সকালে তিনি নিজ বাড়িতে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়।

ওসি আরও বলেন, থানার কম্পিউটার অপারেটরের দায়িত্বে থাকা কনস্টেবল শরিফুল ইসলামের সঙ্গে মিতা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরে বিষপান করেন তিনি। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে