Dr. Neem on Daraz
Victory Day

চুরি-চাঁদাবাজি মামলায় রিমান্ডে রুবেল-বরকত


আগামী নিউজ | ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০৮:১২ পিএম
চুরি-চাঁদাবাজি মামলায় রিমান্ডে রুবেল-বরকত

সংগৃহীত

চুরি ও চাঁদাবাজি মামলায় সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারিক হাকিম মো. ফারুক হোসাইনের আদালতে ৭ দিনে রিমান্ড আবেদন করলে আদালত একদিনে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় একই আদালত পৃথক দুইটি চাঁদাবাজি মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বদরপুরস্থ বাড়িতে চুরির ঘটনায় সাজ্জাদ হোসেন বরকতকে আসামি করে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত একদিনে মঞ্জুর করে।

এই মামলা এমপি সাহেবে এপিএস এএইচএম ফোয়াদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। তিনি বলেন, ইমতিয়াজ হাসান রুবলেকে দুলাল লস্করের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় রিমান্ড আবেদন করলে আদালত তাকেও একদিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত ১৬ মে রাতে জেলা আ.লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

পরে গত ৭ জুন রাতে সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সাজ্জাদ হোসেন বরকত, ফরিদপুর প্রেসক্লাবে সভাপতি (বহিষ্কৃত)) ইমতিয়াজ হাসান রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় আসামিদের জিম্মা থেকে পাঁচটি পিস্তল, ৯১ রাউন্ড গুলি, দুটি শর্টগান, ১৮০টি কার্তুজ, তিন হাজার ডলার, ৯৮ হাজার রুপি ও ২৯ লক্ষ টাকা, ছয় বোতল বিদেশি মদ, খাদ্য অধিদপ্তরের ১২০০ বস্তায় ৬০ হাজার কেজি চাল ৬৫টি ইয়াবা পাওয়া গেছে উদ্ধার করা হয়। উক্ত ঘটনায়, পুলিশ বাদী হয়ে তিন মামলা দায়ের করে।

আগামীনিউজ/রুবেল/জেএফএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে