Dr. Neem on Daraz
Victory Day

শিবচর পৌরসভার ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা


আগামী নিউজ | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২০, ০৯:২২ পিএম
শিবচর পৌরসভার ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

সংগৃহীত ছবি

রবিবার (২৮ জুন) সকালে পৌর মেয়র আওলাদ হোসেন খান মাদারীপুরের শিবচর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। এ বাজেটটি নতুন কোনো কর আরোপ ছাড়াই তিনি ঘোষণা করেন।

জানা যায়, রবিবার সকালে জেলার শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামের সম্মেলন কক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে। বাজেট অধিবেশনে পৌর মেয়র আওলাদ হোসেন খান নতুন কোনো কর আরোপ ছাড়াই পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৬৩ কোটি ৯ লক্ষ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে করোনা ভাইরাস  মোকাবেলা, ডেঙ্গু মশা নিধনসহ পৌর এলাকার রাস্তাঘাট নির্মান ও সংস্কারে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। 

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, পৌরসভার সচিব মোঃ মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, প্রকৌশলী মামুন-অর রশিদ, কাউন্সিলর হানিফ খালাসী, শাজাহান মোল্লা, আক্তার হোসেন খান, মলি রায়, অহিদুজ্জামান শাকিল খান, আজিজুর রহমান, নওয়াব বেপারী, ইবনে ওয়াহেদ বেলায়েত মোল্লা, আজিমননেছা, জাহানারা বেগম, রাজা মোল্লা প্রমুখ। 

বাজেটে রাজস্ব তহবিল আয় লক্ষমাত্রা ৬ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা ও রাজস্ব তহবিল ব্যয় ৫ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা, উন্নয়ন তহবিল আয় লক্ষমাত্রা ৫৬ কোটি ৬৪ লাখ টাকা ও উন্নয়ন তহবিল ব্যয় ৫৫ কোটি ৫৬ লাখ টাকা ধরা হয়েছে। সর্বমোট বাজেট ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা, এর মধ্যে মোট ব্যয় ৬১ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকা এবং ১ কোটি ৯৩ লাখ ৮ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

আগামীনিউজ/মাসুদ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে