Dr. Neem on Daraz
Victory Day

মাদারীপুরে কর্মহীন ও অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


আগামী নিউজ | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২০, ০৬:৩৪ পিএম
মাদারীপুরে কর্মহীন ও অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সংগৃহীত ছবি

মাদারীপুরে করোনাভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর ২০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা কমান্ড্যান্ট মো. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শহরের থানতলী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাঠে সারিবদ্ধভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সদর উপজেলার শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এই খাদ্য সামগ্রী মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১টি সাবান বিতরণ করা হয়ে থাকে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ জাহিদ হোসেন, হিসাবরক্ষক নজরুল ইসলাম, সংগঠক হযরত আলী প্রমুখ। 

আগামীনিউজ/মাসুদ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে