Dr. Neem on Daraz
Victory Day

আলমডাঙ্গায় বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২০, ১১:২৮ পিএম
আলমডাঙ্গায় বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

প্রতিকী ছবি

দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যার বিয়ের আয়োজন করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিলেন আলমডাঙ্গার খাসকররা গ্রামের আব্দুস সাত্তার। আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর  নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অর্থদণ্ড প্রদান করেন।

এলাকাসূত্রে জানা যায়, আজ খাসকররা গ্রামের আব্দুস সাত্তারের দশম শ্রেণিতে পড়ুয়া সাদিয়া খাতুনের বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে কনের বাপের বাড়িঘর সুসজ্জিত করা হয়েছে। আতীয় স্বজনে বাড়ি ভরপুর। সাজানো হয়েছে বিয়ে অনুষ্ঠানস্থল। বর যাত্রীদের জন্য রান্না করা হয়েছে নানা উপাদেয় খাবার। অথচ বরের গাড়ি পৌঁছনোর আগেই পৌঁছে গেল ম্যাজিস্ট্রেটের গাড়ি। গোপন সংবাদের ভিত্তিতে বিকালেই তিনি (আলমডাঙ্গার সহকারি কমিশনার ভূমি) উপস্থিত হন। 

বাল্যবিয়ের অপচেষ্টার সত্যতার প্রমাণ পেয়ে তিনি বিয়ে বন্ধের নির্দেশ দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাপকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে