প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদোসুকা এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুওসুও ইউনিয়নের সুপারিপাড়া গ্রামের ওয়াহাব আলীর ছেলে সাদেকুল ইসলাম।
বালিয়াডাঙ্গি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, নিহতরা ছাড়াও ছয় বছরের শিশুসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অটোরিকশা চালক শহিদুল ইসলাম রয়েছেন; যিনি বালিয়াডাঙ্গীর বালাপুর গ্রামের সোলেমান আলী ছেলে।
পুলিশ কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল ট্রাকটি। আর ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী আসছিল অটোরিকশাটি। পথে কালমেঘ কাদোসুকা এলাকায় ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইটি যানবাহনই দুড়মেমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
আগামীনিউজ/বিডি/জেএফএস