Dr. Neem on Daraz
Victory Day

খাগড়াছড়িতে করোনার উপসর্গে আনসার সদস্যের মৃত্যু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২০, ০২:৪৯ পিএম
খাগড়াছড়িতে করোনার উপসর্গে আনসার সদস্যের মৃত্যু

প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় কোয়ারেন্টাইনে থাকা আবদুস সাত্তার (৫৩) নামে এক আনসার সদস্য করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুস সাত্তার দীঘিনালা ২৩ আনসার ব্যাটালিয়নে নায়েক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চতুরাডঙ্গী গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, মৃত আনসার সদস্য আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন।

জানা গেছে, এক সপ্তাহ আগে ১৫ দিনের ছুটি শেষে কর্মস্থলে যোগ দেন আনসার সদস্য আবদুস সাত্তার। যোগদানের পর থেকে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় ১৭ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনও তার করোনা পরীক্ষার রিপোর্ট আসেনি।

এর আগেও ১৩ জুন করোনার উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক আনসার সদস্য মারা যান। 

আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে